মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক বা মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব : Relationship between Monsoon and Jet Stream:
মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক বা মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব : Relationship between Monsoon and Jet Stream: বর্তমান সময়ে সর্বাধিক আলোচিত বিষয় গুলির মধ্যে অন্যতম হল ভারতে মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক বা মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, বিষয়টি আলোচনার আগে অবশ্যই ‘মৌসুমি বায়ু’ ও ‘জেট বায়ু’র সাম্যক ধারনা থাকা আবশ্যক । § মৌসুমি বায়ু : আরবি শব্দ ‘মৌসিম’ বা মালয়লম শব্দ ‘মনসিন’ থেকে মৌসুমি শব্দটির উৎপত্তি, যার অর্থ ঋতু , ঋতু অনুসারে যে বায়ুর দিক ও অভিমুখ পরিবর্তিত হয় তাই মৌসুমি বায়ু, ভারত হল মৌসুমি বায়ুর একটি আদর্শ ক্রিয়াক্ষেত্র, এখনে গ্রীষ্মকালীন ও শীতকালীন দুটি ভিন্ন গতি ও অভিমুখের মৌসুমি বায়ু প্রবাহিত হয় । গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু ‘দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু’, ও শীতকালীন মৌসুমি বায়ু ‘উত্তর পূর্ব মৌসুমি বায়ু’ নামে পরিচিত । § জেট বায়ু : ইংরেজি ‘ JET’ শব্দের অর্থ হল সংকীর্ণ পথ দিয়ে প্রবল বেগে প্রবাহিত হওয়া । ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে (৭.৫-১৪ কিমি উচ্চতায়) অধিক তাপীয় ঢালের পার্থক্যের কারনে সঙ্কীর্ণ ...
Comments
Post a Comment